টানা ১৬ ঘণ্টার নির্বাচনি প্রচার শেষে সিলেট থেকে নারায়ণগঞ্জ হয়ে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাত জেলায় টানা নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে ভোররাতে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। এই দীর্ঘ প্রচারযাত্রায় তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন।

প্রচারের প্রথম দিন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় তার সফর। এরপর নির্ধারিত সূচি মেনে একে একে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশে অংশ নেন।

সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জে এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বক্তব্য দেন তিনি। মধ্যরাত পেরিয়ে রাত সোয়া ১২টায় তিনি বক্তব্য রাখেন কিশোরগঞ্জের ভৈরবে। এরপর রাত ৩টায় তার আগমন ঘটে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে। সেখান থেকে রাত ৪টা ১৬ মিনিটে তিনি শেষ সমাবেশস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়ায় পৌঁছান এবং বক্তব্য রাখেন। সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

প্রচারণার এই দীর্ঘ সময়ে বিভিন্ন সমাবেশে তারেক রহমান জানিয়েছেন, যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তবে তারা দেশজুড়ে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করবে। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং ইমাম-মুয়াজ্জিমদের জন্য সম্মানিভাতা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন।

ভোররাতে শেষ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত নেতাকর্মীদের গভীর রাত পর্যন্ত অপেক্ষা করানোর জন্য দুঃখ প্রকাশ করতে দেখা যায় তাকে। বিএনপি নেতাদের মতে, টানা ১৬ ঘণ্টার এই প্রচার সফর তারেক রহমানের জন্য ছিল এক কঠিন ও কষ্টসাধ্য অভিযাত্রা। তবু প্রতিটি জায়গাতেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়েছে বলে জানান তারা।

বিএনপি (BNP) মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার ঢাকার নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *