তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন: আসিফ মাহমুদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও, সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী পরিচালনা কমিটির মিটিং শেষে এনসিপির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং এ কথা জানান।

তিনি জানান, বিএনপি অন্যদেরও এ ধরনের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করছে।প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোষ্টার ব্যবহার করছে।এবারের নির্বাচনেও আগের মত সেনাবাহিনী কেন্দ্রের বাইরে অবস্থান করার সিদ্ধান্ত আশঙ্কাজনক।সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসন- নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে।নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছেন। এটি একটি বড় ধরনের শঙ্কার বিষয়। সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *