জাতীয় নির্বাচনে ১০ দলীয় ঐক্যের উত্থান দেখে একটি বড় দল ভয় পেয়েছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় এক নির্বাচনী গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি বলেন, “পরাজয়ের ভয়ে একটি দল বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়াচ্ছে।”
তিনি বলেন, “আমরা গণঅভ্যুত্থান করেছি এক ফ্যা’\সিবাদ তাড়িয়ে আরেক ফ্যা’\সিবাদ ফিরিয়ে আনার জন্য নয়। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই মানুষ জীবন দিয়েছে।”
ঢাকা-১১ আসনের প্রার্থী হিসেবে নাহিদ ইসলাম জানান, “এই আসন চাঁ’\দা’\বা’\জি ও ট্রাফিক সমস্যাসহ নানা সংকটে জর্জরিত। ক্ষমতায় গিয়ে এসব সমস্যা সমাধান করা হবে। কোনো চাঁ’\দা’\বা’\জ এখানে জায়গা পাবে না।”
ভোটকেন্দ্র দখল ও সহিংসতার আশঙ্কার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যারা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছেন, তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দেখেন। তরুণরা এসব ভ্রান্ত স্বপ্ন ধূলিসাৎ করে দেবে। আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেবো। বিজয় ছিনিয়ে বাড়ি ফিরবো। গু’\লি খেয়েও পিছু হটিনি, এবারও ভোটকেন্দ্র ছাড়বো না।”
তিনি বলেন, “দেশজুড়ে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিয়ে ইনসাফের বাংলাদেশ গড়তে হবে।”
সমাবেশে এনসিপি ছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


