২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, পথে পথে জনতার ঢল

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে এসেছেন বিএনপি (BNP)–র চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে বিমানে তিনি পা রাখেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তিনি রওনা দেন নগরীর স্টেডিয়াম এলাকার হোটেল র‍্যাডিসন ব্লু বে–ভিউয়ের উদ্দেশে। বাসের গায়ে লেখা ছিল ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান।

বিমানবন্দরে তার আগমনের খবর পেয়ে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সবার সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তার গাড়িবহর যাত্রার সময় পতেঙ্গা সৈকত থেকে লালখান বাজার পর্যন্ত সড়কের দুই পাশে মানুষ দাঁড়িয়ে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

তারেক রহমানের গাড়িবহর ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ অনেক নেতৃবৃন্দ।

আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এটি হবে তার বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রথম চট্টগ্রাম সফরের প্রধান রাজনৈতিক ভাষণ।

তার সর্বশেষ চট্টগ্রাম সফর ছিল ২০০৫ সালের ৬ মে, যখন তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। ওই সফরে তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন। এরপর দীর্ঘ ২০ বছর পর আবার চট্টগ্রামের রাজনৈতিক মঞ্চে ফিরছেন তারেক রহমান।

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ চট্টগ্রামের পলোগ্রাউন্ডে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন ২০১২ সালের ৯ জানুয়ারি। এবার তার ছেলে, দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে একই মাঠে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান—যা দলটির জন্য একটি প্রতীকী ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

বিএনপি সূত্র জানায়, চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তারেক রহমান আরও পাঁচটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পলোগ্রাউন্ডে সমাবেশ শেষে তিনি ফেনীতে যাবেন, যেখানে বিকাল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে জনসভা হবে। পরে ৫টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেবেন।

কুমিল্লায় আরও দুটি সভা অনুষ্ঠিত হবে—একটি সন্ধ্যা ৭টায় সুয়াগাজী ডিগবাজির মাঠে, অন্যটি ৭টা ৩০ মিনিটে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এরপর রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে হবে তার শেষ সমাবেশ। এসব সভায় তারেক রহমান দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়ার বার্তা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *