ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতারা, শান্তি ও কল্যাণ কামনা

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের আয়োজনে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে কূটনীতিক, রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ দৃষ্টি কেড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami Bangladesh) শীর্ষ নেতাদের অংশগ্রহণ। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত সংবর্ধনায় মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান হাইকমিশনার। এ সময় জামায়াত নেতার পক্ষ থেকে ভারতের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান দলটির আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পারস্পরিক কূটনৈতিক সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় হয়। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত নেতাদের উপস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রার ইঙ্গিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *