একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের পরিবর্তে নানাভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বলে অভিযোগ তুলেছেন তারেক রহমান (Tarique Rahman)। রোববার সন্ধ্যায় ফেনী পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন ঘটাতে হবে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে।
তারেক রহমান বলেন, জনগণের ভোটেই জনগণের সরকার গঠন করবে বিএনপি (BNP)। সবাইকে নিয়েই গড়ে উঠবে “সবার বাংলাদেশ”। তিনি দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং বলেন, জনগণকে সজাগ থাকতে হবে—একটি চক্র ছলচাতুরি ও ষড়যন্ত্রের মাধ্যমে ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চায়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম ছাড় দেওয়া হবে না।
তারেক রহমান অভিযোগ করেন, একটি দল নির্বাচনের আগে থেকে শুধু সমালোচনা আর মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তারা নির্বাচনের প্রকৃত ময়দান থেকে দূরে থেকে পিছনের দরজা খুঁজছে।
বিএনপি চেয়ারম্যান বলেন, “বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia) এ দেশ কখনও ছেড়ে যাননি, আমিও যাবো না। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের ক্ষমতার উৎস।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো আমিও দেশ ও জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই।” ফেনী থেকে ধানের শীষ জয়ী হলে, ফেনীর কন্যা হিসেবে খালেদা জিয়ার সম্মানও রক্ষা পাবে বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষ করে তারেক রহমান ফেনীর জনসভায় পৌঁছান সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। সেখানে মাগরিবের নামাজ আদায় শেষে তিনি মঞ্চে ওঠেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
এছাড়া নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থীরা—মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন ভিপি জয়নাল, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, রফিকুল আলম মজনু, মোহাম্মদ ফখরুল ইসলাম ও শাহাদাত হোসেন সেলিম।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, রেহানা আখতার রানু, হারুনুর রশীদ হারুন, বেলাল আহমেদ, শাহাবুদ্দিন সাবু, শাহানা আখতার সানু, মেজবাহ উদ্দিন খান, আবদুল লতিফ জনি, তাবিথ আওয়াল, ম. আবুল তালেব, মশিউর রহমান বিপ্লব, জালাল উদ্দিন মজুমদার, নাছির উদ্দিন নাছির ও ইয়াসীন আলী।
ফেনীর জনসভা শেষ করে তারেক রহমান যান কুমিল্লার চৌদ্দগ্রামে। এরপর তার পরবর্তী নির্বাচনী জনসভাগুলো অনুষ্ঠিত হবে কুমিল্লার সোয়াাগাজী, দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের বালুর মাঠে।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। রাজধানীর বাইরে এটিই তার দ্বিতীয় বৃহৎ প্রচারাভিযান।


