গভীর রাতের অপ্রত্যাশিত সফর—বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জনে তোলপাড়

দেশের ক্রিকেট যখন একের পর এক সংকটে বিপর্যস্ত, ঠিক সেই সময় গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)–এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul)। দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে, যা ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, বোর্ড পরিচালকদের একের পর এক পদত্যাগ এবং চলমান প্রশাসনিক অস্থিরতার মধ্যে বিসিবি সভাপতির এই বিদেশযাত্রা স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পাচ্ছে। নেতৃত্ব সংকটের আবহে বুলবুলের দেশ ছাড়ার বিষয়টি বিসিবির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নতুন করে নজর কাড়ছে।

রোববার সন্ধ্যা থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি হয়তো রাতেই দেশ ছাড়তে পারেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শুরুতে তিনি প্রকাশ্যে সেই সফরের কথা অস্বীকার করেন। তখন বুলবুল জানান, তিনি দেশেই অবস্থান করছেন, বোর্ডের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এবং নিকট ভবিষ্যতে কোনো বিদেশ সফরের পরিকল্পনাও নেই।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি বদলে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে তিনি মূলত পারিবারিক সময় কাটাবেন।

সংকটময় এই সময়ে বিসিবি সভাপতির এমন সফর স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যখন বিশ্বকাপ ইস্যু, নেতৃত্বের টানাপোড়েন এবং প্রশাসনিক অনিশ্চয়তায় দেশের ক্রিকেট উত্তাল—তখন প্রধান দায়িত্বশীল ব্যক্তির দেশ ছাড়ার বিষয়টি ক্রিকেটাঙ্গনে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

বিসিবির বর্তমান পরিস্থিতিতে এই সফর কতটা প্রভাব ফেলবে, সভাপতির অনুপস্থিতিতে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে এবং চলমান সংকট মোকাবিলায় নেতৃত্বের ভূমিকাই বা কী হবে—এসব প্রশ্নের উত্তর জানতে এখন তাকিয়ে আছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *