“ক্ষমতার লোভে ইসলামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে”—চরমোনাই পীর

ক্ষমতার লোভে ইসলামের পক্ষের ভোটের সুযোগ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (Islami Andolan Bangladesh) আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “৫ আগস্ট দেশ গঠনের একটি সুযোগ তৈরি হয়েছিল। আমরা চেয়েছিলাম ইসলামের পক্ষে একটি আলাদা বাক্স, কিন্তু সেই পরিবেশ তৈরি হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে সেই বাক্স ছিনিয়ে নেয়। এরপর তারা আবার প্রচলিত সেই পুরনো ব্যবস্থার কথাই বলছে।”

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-৪ (Kurigram-4) আসনের রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন চরমোনাই পীর।

তিনি বলেন, “এই দেশ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে গঠনের কথা ছিল, কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। বরং দুর্নীতিতে আমরা বিশ্বে পাঁচবার শীর্ষস্থান দখল করেছি। যারা এতদিন দেশ চালিয়েছে, তাদের শাসনামলে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, তৈরি হয়েছে ‘বেগমপাড়া’, আর চলছে বিদেশি শক্তির তাঁবেদারি।”

চরমোনাই পীর (Syed Muhammad Rezaul Karim) আরও বলেন, “জামায়াত ইনসাফের কথা বললেও, জাতি জানতে চায়— কোন আদর্শের ভিত্তিতে সেই ইনসাফ প্রতিষ্ঠা করা হবে? আমরা ইসলাম, দেশ ও মানুষের স্বার্থে একসাথে পথ চলেছিলাম। কিন্তু সেই স্বার্থ বিলীন হওয়ার পর আজ আমরা একা। তবে আমরা সত্যিকারের একা নই, আমাদের সঙ্গে আল্লাহ আছেন।”

এই জনসভায় কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *