ইসলামী ব্যাংক ও একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কর্মকরোতাদের নির্বাচনের দায়িত্বে দেওয়া হবেনা – বিএনপিকে ইসির চিঠি

বিএনপির (BNP) আশঙ্কা দূর করতে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটগ্রহণে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত পুনরায় জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বিশেষ করে ইসলামী ব্যাংক ও একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং দলীয় পরিচয়ধারীদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিযুক্ত না করার বিষয়ে ইসি তাদের অবস্থান স্পষ্ট করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। বিএনপির ১৭ জানুয়ারির লিখিত অভিযোগের জবাবে চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের ক্ষেত্রে বেসরকারি ব্যাংকে কর্মরতদের বাদ দেওয়ার জন্য ১০ ডিসেম্বরেই সকল জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে। তবে, যদি পর্যাপ্তসংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না যায়, তাহলে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে বেসরকারি ব্যাংকের কর্মীদের নিয়োগ দেওয়া যেতে পারে।

চিঠির শেষাংশে আরও জানানো হয়, এই নির্দেশনার আলোকে ২৬ জানুয়ারি ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করার বিষয়ে সকল রিটার্নিং অফিসারদের নির্দেশনা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এর আগে ভোটগ্রহণে নিরপেক্ষতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ প্রশমনে কাজ করছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *