“জামায়াতে মিশে যাওয়া ছাড়া এনসিপির আর কোনো ভবিষ্যৎ নেই”—বান্দরবানে পদত্যাগকারী নেতা এরফানুল হক

বান্দরবান জেলা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগ করা মোহাম্মদ এরফানুল হক বলেছেন, ৫ আগস্টের আন্দোলনের চেতনা থেকে সরে আসায় এনসিপির সারাদেশে অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এখন তাদের ভবিষ্যৎ কেবল জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) সঙ্গে মিশে যাওয়া ছাড়া আর কিছু নয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এরফানুল হক এই মন্তব্য করেন। তিনি বলেন, বান্দরবান আসনে বহিরাগত প্রার্থী মনোনয়ন দিয়ে এনসিপি জেলাবাসীর সঙ্গে প্রতারণা করেছে। এমন সিদ্ধান্ত স্থানীয় মানুষের আত্মসম্মানে আঘাত করেছে, যার জবাব তারা নির্বাচনের মাধ্যমে দেবে।

সংবাদ সম্মেলনে এনসিপির সাবেক জেলা সদস্যসচিব এরফানুল বলেন, “বহিরাগত প্রার্থী জনপ্রতিনিধিত্ব করতে পারে না। জনগণের সুখ-দুঃখ বোঝার জন্য প্রার্থীকে স্থানীয় হতে হবে।” এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপির (BNP) প্রার্থী সাচিংপ্রু জেরীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য।

এনসিপির নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, “দলটি এখন বাংলামোটরের কয়েকজন ব্যক্তির দলে পরিণত হয়েছে। ২০২৪ সালের আগস্টের চেতনার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, “এনসিপি এখন জামায়াতের সঙ্গে মিশে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে, কিন্তু এই প্রয়াস ব্যর্থ হবে। যদিও এটিই বর্তমানে তাদের একমাত্র পথ।”

এরফানুল হক জানান, তিনি এখনো বিএনপি বা অন্য কোনো দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি, তবে এনসিপির সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে এনসিপি এবং ১১-দলীয় জোটের প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও দলের জেলা আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন। আমরা দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীর পক্ষে কাজ করছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *