ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (President Md. Shahabuddin) পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। মঙ্গলবার এক বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিলেও তা ছিল ঐতিহ্যবাহী প্রথাগত পদ্ধতিতে। এবার রাষ্ট্রপতি আধুনিক প্রযুক্তি-নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে নিজের নির্বাচনী এলাকা পাবনায় গিয়ে সরাসরি ভোট না দেওয়ার পেছনে রাষ্ট্রপতি বলেছিলেন, “আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে নিরাপত্তার কারণে পুরো পাবনা জেলাতেই প্রভাব পড়বে। তাই আমি পোস্টাল ব্যালটকেই বেছে নিয়েছি।”

নির্বাচন কমিশন (Election Commission) চলতি নির্বাচনে প্রথমবারের মতো চালু করেছে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা। এতে অনলাইনে নিবন্ধন করে ভোটাররা বাড়ি থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারছেন।

এই প্রযুক্তিনির্ভর পদ্ধতির আওতায় এবার প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনগত হেফাজতে থাকা ব্যক্তিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ইসির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *