“আঘাত এলে পাল্টা আঘাত আসবে”: ঢাকা-৮-তে ডিম নিক্ষেপ নিয়ে এনসিপির হুঁশিয়ারি

ঢাকা-৮ (Dhaka-8) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী-র দিকে ডিম নিক্ষেপকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হা’\মলা’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party, NCP) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর ফকিরাপুলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার জন্য সরাসরি বিএনপি (BNP) নেতৃত্বকে দায়ী করেন।

নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর ‘সম্মতিতে’ এবং দলটির প্রার্থী মির্জা আব্বাস (Mirza Abbas)-এর ‘নির্দেশে’ এ হা’\মলা চালানো হয়েছে। তিনি বলেন, “যদি আঘাত আসে, পাল্টা আঘাত আসবেই। নির্বাচন কমিশন, পুলিশ যদি নীরব থাকে, তাহলে আমরা চুপ করে থাকব না। আজকে যদি এক দলের প্রার্থীদের দিকে ডিম যায়, কালকে অন্য দলের দিকেও ডিম যাবে।”

প্রসঙ্গত, এদিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত পিঠা উৎসবে অতিথি হয়ে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার কর্মীদের লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হয়। সেসময় ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দেওয়া হয়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, “ছাত্রদলের চিহ্নিত ক্যাডাররা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটিয়েছে। এটা খুবই ন্যক্কারজনক। আপনারা বিরোধী প্রার্থীদের ওপর সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগের পুরনো রাজনীতি পুনর্বাসন করছেন। এটা আমরা হতে দেব না।”

তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, “আমরা দেখতে চাই, আপনারা কী ব্যবস্থা নেন। বিএনপি কী ব্যবস্থা নেয়। কলেজ প্রশাসন কী করে। আমরা ১২ ফেব্রুয়ারি দেখিয়ে দেব—জনগণ কাকে বেছে নেয়, আর কাকে প্রত্যাখ্যান করে।”

সংবাদ সম্মেলনে মির্জা আব্বাসের রাজনৈতিক ইতিহাস নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “জিয়াউর রহমান একসময় মির্জা আব্বাসকে হোন্ডা আর ৩০ টাকা দিয়ে রাজনীতিতে এনেছিলেন। সেখান থেকে তিনি আজকে সাম্রাজ্য গড়েছেন। কিভাবে গড়েছেন, সেটা ঢাকা শহরের মানুষ জানে।”

তিনি আরও বলেন, “আপনি কথা বলবেন, আমিও বলব। নির্বাচন মানে কথা দিয়ে ভোট জয় করা। কিন্তু আপনারা সেই সুযোগটা দিচ্ছেন না। জনগণই নির্ধারণ করবে—কে ‘গ্যাংস্টার’ আর কে জনগণের পক্ষে কথা বলে।”

তারেক রহমানের দেশে ফেরার পর ‘একটি পরিকল্পনার’ বিষয়ে ইঙ্গিত দিয়ে নাহিদ ইসলাম বলেন, “জনপ্রিয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে থামাতেই এই আক্রমণ। আমাদের গণসংযোগে বাধা, নির্বাচন কমিশন ও মিডিয়ার ওপর চাপ—সবই এই পরিকল্পনার অংশ। কিন্তু ১২ ফেব্রুয়ারি সেই পরিকল্পনার ‘রফাদফা’ হবে।”

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মির্জা আব্বাসের সন্ত্রা’\সী বাহিনী আমাদের ওপর হা’\মলা করেছে। আমি তাদের বিচার বাংলাদেশের জনগণের কাছে দিলাম।” একই সঙ্গে তিনি মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *