ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা-য় বেগম খালেদা জিয়া-র প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) অধিবেশনের সূচির দ্বিতীয় পর্বে ‘ওবিচুয়ারি রেফারেন্স’ বা শোক প্রস্তাবের আওতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বি’\এন’\পি চেয়ারপারসনকে স্মরণ করা হয়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ শেষে রাজ্যসভার সচিব পিসিমোদী কর্তৃক উপস্থাপিত শোকনামায় খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে ভারতের উচ্চকক্ষ আনুষ্ঠানিকভাবে এই দক্ষিণ এশীয় নেতার অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে।
এ সময় রাজ্যসভার সদস্য শ্রী এল. গণেশন এবং শ্রী সুরেশ কালমাদিকেও স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়।
রাজনৈতিক অঙ্গনে ভারতের পার্লামেন্টের এই আনুষ্ঠানিক শ্রদ্ধা প্রদর্শন আন্তর্জাতিকভাবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান ও মর্যাদার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।


