জামা’\য়া’\তকে ‘দা’\জ্জা’\ল’ আখ্যা ছাত্রদল নেতার, জান্নাত-জাহান্নামের উদাহরণ তুলে তীব্র সমালোচনা

জা’\মা’\আ’\ত-এ-ইস’\লা’\মী (Jamaat-e-Islami)-কে দা’\জ্জা’\লের সঙ্গে তুলনা করে কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, “এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম দেখিয়ে জা’\মা’\আ’\ত দা’\জ্জা’\লের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শ’\য়’\তা’\ন দেখলে আউযুবিল্লাহ, আর জা’\মা’\আ’\ত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্রদলের আয়োজিত জেন-জি কার্নিভাল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হামিম আরও বলেন, “আল্লাহ বলছেন, ‘আমার সঙ্গে কাউকে শরিক করো না’। পৃথিবীতে দা’\জ্জা’\ল আবির্ভূত হলে সে এক হাতে জান্নাত দেখাবে, আরেক হাতে জাহান্নাম। অথচ সে যে জান্নাত দেখাবে, সেটাই প্রকৃত জাহান্নাম হবে। আজ জা’\মা’\আ’\ত সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে।”

কার্নিভালে কয়েক হাজার তরুণ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ধানের শীষে ভোট চান এবং যুবসমাজের শক্তিকে দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, জাহিন বিশ্বাস এশা প্রমুখ। দিনব্যাপী চলা এই আয়োজন শেষ হয় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *