ঢাকা-৬: ইশরাককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন গণঅধিকার প্রার্থী

ঢাকা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন-কে সমর্থন দিয়েছেন গণঅধিকার পরিষদের (Gonoadhikar Parishad) প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনি গণসংযোগকালে গণমাধ্যমের সামনে তিনি এই ঘোষণা দেন।

নির্বাচনি জোটগত সমঝোতার প্রেক্ষাপটে শুরু থেকেই তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ছিলেন ফখরুল ইসলাম। তবে দলীয় সভাপতি নুরুল হক নুর-এর নির্দেশনার পর তিনি আনুষ্ঠানিকভাবে ইশরাককে সমর্থন জানান।

ফখরুল ইসলাম বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী আমি বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে সম্মতি জ্ঞাপন করছি। এখন থেকে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনগুলো ধানের শীষের হয়ে মাঠে কাজ করবে।”

গণসংযোগ চলাকালে ইশরাক হোসেন যুগপৎ আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, “বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাজপথে একসঙ্গে আন্দোলন করেছেন। সেই ঐক্য ও সহযোগিতা আজও গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি সেখানকার ভোটারদের তাকে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

জুলাইয়ের অভ্যুত্থানের পর ৫ আগস্টের ঘটনা স্মরণ করে ইশরাক বলেন, “সরকার পতনের পরে নুরকে কারাগারের পরিত্যক্ত কক্ষ থেকে আমার কক্ষে নিয়ে আসা হয়েছিল। সে সময় বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একসঙ্গে ছিল, যে ঐক্য তখন ছিল, তা আজও প্রয়োজন।”

তিনি বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক। কিন্তু এখন কিছু ছাত্র সংগঠন ও দলের পক্ষ থেকে কুরুচিপূর্ণ বক্তব্য আসছে, যা নির্বাচনি পরিবেশের জন্য উদ্বেগজনক।”

এই সমর্থনের ফলে ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে আরও সংগঠিত প্রচারণার আশা করছে বিএনপি। পাশাপাশি বিরোধী জোটের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্যের বার্তাও জোরালোভাবে প্রতিফলিত হলো এই ঘোষণার মাধ্যমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *