চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে নিয়মিত প্রচারে অংশ নিচ্ছেন এম মনজুর আলম (M Manjur Alam), যিনি এক সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ছিলেন। এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোরালো হয়েছে তার বিএনপিতে ফেরার গুঞ্জন।
শুক্রবার নিউ মনসুরাবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানে উপস্থিত হয়ে মনজুর আলম বলেন, “ক্রান্তিকালে দেশ ও জাতির একমাত্র ভরসা বিএনপি।” তিনি বলেন, “বিএনপি দেশের কল্যাণ ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো গেলে এসব দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণ উপকৃত হবে।”
আসলাম চৌধুরী (Aslam Chowdhury)-এর সমর্থনে আয়োজিত এ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের মাঝে নতুন উৎসাহ দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মনজুর আলমের এমন সক্রিয়তা তার রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করছে।
মনজুর আলম একসময় আওয়ামী লীগ (Awami League)-এর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১০ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং দলের সমর্থনে মেয়র নির্বাচিত হন। এরপর পাঁচ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বও পালন করেন।
তবে ২০১৫ সালের চসিক নির্বাচনের আগে হঠাৎ ভোট বর্জনের ঘোষণা দিয়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন মনজুর আলম। এরপর রাজনীতিতে সক্রিয়তা না থাকলেও এবার নির্বাচন ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, মনজুর আলমের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনভিত্তি বিএনপিকে চট্টগ্রামে নতুনভাবে উজ্জীবিত করতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তার বিএনপিতে পুনরায় যোগদানের ঘোষণা আসেনি, তবে মাঠপর্যায়ে তার সম্পৃক্ততা যথেষ্ট বার্তা দিচ্ছে।


