সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমনই ইঙ্গিত দিয়েছেন তার বাবা বিল্লাল হোসেন ভূঁইয়া।
২৯ জানুয়ারি কুমিল্লার মুরাদনগরের আকবপুর ইউনিয়নের পীর ঘোড়াশাল গ্রামে আলী হোসেন চিশতির স্মরণে মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কথার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
আসিফের বাবার বক্তব্যের ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আপনারা চাইলে কুমিল্লা-৩ আসন থেকে এমপি নির্বাচন করবেন আসিফ। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা লাগবে ।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রয়েছেন আসিফ মাহমুদ। তিনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন । আপনাদের এখানে প্রধান অতিথি করার পর আমি ছেলের সঙ্গে আলোচনা করেছি। আমার ছেলে এই বোবা শাহ দরবারের পাশে থাকা মসজিদের উন্নয়নকাজে ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছে। মসজিদ কমিটির লোকজন পরামর্শ করে এই অনুদান উন্নয়নে লাগাবেন।’
তিনি আরও বলেন, ‘আসিফ মাহমুদের উদ্দেশ্য আছে মুরাদনগরকে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার। সে আপ্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। সামনে মুরাদনগরের উন্নয়নে যত ধরনের কাজ আছে সে সবগুলাই করবে। সে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মুরাদনগরের কাজগুলোকে অল্প সময়ের ভেতরে সম্পন্ন করার জন্য যথেষ্ট চেষ্টা করছে।’
এ প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বাবা আমার দেশকে বলেন, ‘এখন তাদের সময় । তারা নির্বাচন করবে। নিয়ম মেনেই নির্বাচনে অংশ নেবেন আমা ছেলে আসিফ।’