কক্সবাজারের চকরিয়া থানা (Chakaria Police Station )-র বিতর্কিত ওসি মনজুর কাদের ভূঁইয়া (Manzur Kader Bhuiyan )-কে বদলিকৃত থানায় যোগদানের আগেই প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ (Chattogram Range Police )-এ সংযুক্ত করা হয়েছে।
আনুষ্ঠানিক আদেশ
রবিবার (২ মার্চ) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (DIG of Chattogram Range ) আহসান হাবীব পলাশ (Ahsan Habib Palash )-এর আদেশে ওসি মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়।
অভিযোগ ও তদন্ত
এর আগে, শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের (Cox’s Bazar Deputy Commissioner ) কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন স্থানীয় এক সংবাদকর্মী।
সংবাদকর্মী জানান, থানায় আটক রেখে নির্যাতন এবং এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (Lt. Gen. (Retd.) Md. Jahangir Alam Chowdhury ) তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে অভিযুক্ত ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।
পদায়ন ও পরবর্তী প্রতিক্রিয়া
শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শাকিল আহমেদ (Shakil Ahmed )-এর আদেশে ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানা (Ukhia Police Station )-তে বদলি করা হয় এবং উখিয়া থানার ওসিকে চকরিয়া থানায় সংযুক্ত করা হয়।
এ সংক্রান্ত তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে, স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ উপেক্ষিত হয়েছে এবং মনজুর কাদের ভূঁইয়াকে তুলনামূলক ভালো স্থানে পদায়ন করা হয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেন। সমালোচনার মুখে বিতর্ক এড়াতে তাকে কক্সবাজার জেলা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
প্রশাসনিক নিশ্চয়তা
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি (অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম অ্যান্ড অপস্) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানা থেকে উখিয়ায় বদলি করা ওসি মনজুর কাদেরকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে। তবে, উখিয়া থানায় বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করতে পারেননি।