বাসে তুলে রগ কেটে হত্যার পর ফেলে যাওয়ার অভিযোগ

সাইড দেওয়া নিয়ে তাকওয়া পরিবহনের বাসচালক ও তার সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় অটোরিকশাচালক রিটন মিয়ার। এক পর্যায়ে জোর করে রিটনকে বাসে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায় তারা।

গাজীপুরের শ্রীপুর পৌরসভা (Sreepur Municipality ) এলাকায় সাইড দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাকওয়া পরিবহন (Taqwa Paribahan ) নামের একটি বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে অটোরিকশাচালক রিটন মিয়াকে (Riton Mia) তুলে নিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণ

সোমবার বিকেলে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোকে কেন্দ্র করে রিটন মিয়ার সঙ্গে তাকওয়া পরিবহনের চালক ও সহকারীর বাকবিতণ্ডা হয়। বাসটি তার অটোরিকশার পেছনে এসে বারবার হর্ন বাজিয়ে সাইড চাইছিল, কিন্তু সামনের যানবাহনের কারণে রিটন তা দিতে পারছিলেন না।

এতে ক্ষিপ্ত হয়ে বাসের চালক ও সহকারী রিটনকে জোরপূর্বক তাদের বাসে তুলে নেয়। দুই ঘণ্টা পর ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে স্থানীয়রা রিটনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। তার হাত ও পায়ের রগ কেটে ফেলে রাখা হয়েছিল।

বিক্ষোভ ও মামলা গ্রহণ

এ ঘটনায় রিটনের পরিবার থানায় হত্যা মামলা করতে গেলে প্রথমে পুলিশ গড়িমসি করে এবং সড়ক দুর্ঘটনার মামলা করার পরামর্শ দেয়। এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে নিহত রিটনের সহকর্মী, স্বজন ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (Dhaka-Mymensingh Highway ) অবরোধ করেন। তারা তাকওয়া পরিবহন নিষিদ্ধ করা ও দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। প্রায় চার ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ রিটনের ভাই তৌহিদ মিয়ার করা হত্যা মামলা গ্রহণ করলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

নিহতের পরিবারের দাবি

রিটনের স্ত্রী শারমিন বেগম বলেন, “আমার স্বামীকে বাস থেকে নামিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তার ছোট ভাই মো. আজিজুল বলেন, “পুলিশ মামলা নিতে চায়নি, রাতভর অপেক্ষার পরও মামলা হয়নি। আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, অথচ পুলিশ বলছিল এটি সড়ক দুর্ঘটনা! এ কারণেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”

পুলিশের বক্তব্য

শ্রীপুর থানা (Sreepur Police Station )-এর ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, রিটনের ভাই তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *