ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাচন বা সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি (Bangladesh Nationalist Party)-র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury)।
বুধবার (৫ মার্চ) রাজধানীর বনানীতে (Banani) জাহাজশিল্পবিষয়ক এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিচারিক প্রক্রিয়া ও নির্বাচনের সম্পর্ক নেই
আমীর খসরু বলেন, “বিচারিক প্রক্রিয়া একটি স্বতন্ত্র আইনি প্রক্রিয়া। এতে শেখ হাসিনার বিচার হবে, কারণ তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একের পর এক সমাধান হবে। কিন্তু এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “কোনো অজুহাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”
নির্বাচন বিলম্বিত করার পক্ষে নন বিএনপি নেতা
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, “আজকে এটার জন্য নির্বাচন হবে না, কালকে অন্য কিছুর জন্য হবে না—এভাবে তো বারবার বিলম্ব করা যায় না।”
তিনি বলেন, “গত ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছে। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, যেখানে জনগণ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে, দল গঠন করতে পারবে এবং তাদের মতামত জনগণের কাছে পৌঁছে দিতে পারবে।”
আমীর খসরু আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব রয়েছে। এটি একদিনেই বাস্তবায়ন সম্ভব নয়। জনগণের কাছে যেতে হবে, তাদের মতামত নিতে হবে।”
সংসদীয় ঐকমত্য ও ম্যান্ডেটের প্রয়োজনীয়তা
বিএনপির এই নেতা বলেন, “আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এরপর সংসদে আলোচনা, বিতর্ক হবে এবং আইন পাস হবে।”
তিনি আরও বলেন, “আমি এটা প্রস্তাব করলাম, এটা করতেই হবে—এমন একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণের মনোভাব থাকলে তা আবার শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের কথা মনে করিয়ে দেয়। ঐকমত্য হলে ভালো, না হলে জনগণের কাছে যেতে হবে এবং তাদের ম্যান্ডেট নিতে হবে।”
সেমিনারে অন্যান্য বক্তাদের বক্তব্য
উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন:
- এবি পার্টির (AB Party) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (Asaduzzaman Fuad)
- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস (Shamsur Rahman Shimul Biswas)
- নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন (Haakon Harald Gulbrandsen)