খুলনায় মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপ: চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগে ৪ নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) খুলনা মহানগরের চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কৃতরা কারা?

বহিষ্কৃত চার নেতা হলেন—

  • যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান
  • যুগ্ম সদস্যসচিব সৈয়েদ আবদুল্লাহ
  • যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন
  • সংগঠক সাফওয়ান ইফাজ

এদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।

সিদ্ধান্ত কারা নিলো?

সংগঠনের খুলনা মহানগর কমিটির আহ্বায়ক আল শাহরিয়ার ও সদস্যসচিব জহুরুল তানভীর বৃহস্পতিবার (৬ মার্চ) এই সিদ্ধান্ত অনুমোদন করেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেন।

এছাড়া, ভবিষ্যতে বহিষ্কৃত ব্যক্তিদের কোনো কার্যক্রমের দায়ভার খুলনা মহানগর কমিটি নেবে না বলে জানানো হয়।

এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছে সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর ও মুখপাত্র আয়মান আহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি।

বহিষ্কারের দাবিতে মানববন্ধন

এর আগে, খুলনা নগরীতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চাঁদাবাজির অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) খুলনা মহানগরের সদস্যসচিব ও সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক জহুরুল তানভীরের বহিষ্কারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৩টায় খুলনার শিববাড়ি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন অভিযোগ করে বলেন,

“জহুরুল তানভীর নড়াইলের একটি ইটভাটা থেকে ১৭ লাখ টাকা নিয়েছে, সুজুকির শোরুম থেকে গাড়ি নিয়েছে, নৌপরিবহনে কাগজপত্র চেক করেছে। আপনারা তদন্ত করলে সব জানতে পারবেন। আমরা দ্রুত তার বহিষ্কার চাই, তার চাঁদাবাজির দায়ভার আমরা নেব না।”

সংগঠনটির অবস্থান ও জহুরুল তানভীরের প্রতিক্রিয়া

মানববন্ধনে বক্তারা আরও বলেন,

“কেউ সরকারি দপ্তরে তদবির করতে পারবে না, কেউ থানায় গিয়ে আওয়ামী লীগ (Awami League) নেতাকর্মীদের ছাড়াতে তদবির করতে পারবে না, কোনো বৈষম্যমূলক কাজে যুক্ত থাকা যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন।”

এ বিষয়ে জানতে চাইলে জহুরুল তানভীর অভিযোগগুলোকে “সম্পূর্ণ বানোয়াট” বলে দাবি করেন। তিনি বলেন,

“আমি এবং আমার গ্রুপ কোথাও এক টাকার চাঁদাবাজিতেও জড়িত নই। তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণ করা গ্রুপটিই বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি করছে। আমরা সেটা করতে নিষেধ করায় তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও জানান,

“এদের বিরুদ্ধে আজকের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বহিষ্কার করা হবে। রাতে আমরা সংবাদ সম্মেলন করবো।”


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *