ঢাকা মেট্রোপলিটন পুলিশের (Dhaka Metropolitan Police) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (Sheikh Md. Sajjat Ali) আসন্ন ঈদ উপলক্ষে নগরবাসীকে নিজ নিজ বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ
শনিবার দুপুরে ডিএমপি (DMP) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আপনাদের সাথে আছি। তবে আপনারা বাসা ছাড়ার আগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন।”
তিনি আরও বলেন, “তারাবির সময় সাধারণত দেড় থেকে দুই ঘণ্টা রাস্তাঘাট ফাঁকা থাকে। এ সময় চুরি ও অন্যান্য অপরাধের ঝুঁকি বাড়ে। তাই মসজিদে যাওয়ার আগে সবাই যেন নিজ বাড়ি, ফ্ল্যাট বা দোকানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন।”
ঢাকাবাসীর প্রতি বিশেষ অনুরোধ
ডিএমপি কমিশনার (DMP Commissioner) বলেন, “১৫ রমজানের পর থেকে অনেক ঢাকাবাসী ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে চলে যাবেন। পুলিশ কমিশনার হিসেবে আমি অনুরোধ করছি, বাড়ি ছেড়ে যাওয়ার আগে বাসা, ফ্ল্যাট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন। আমরা আপনাদের পাশে আছি, তবে নিজেদের নিরাপত্তার দায়িত্বও আপনাদের নিতে হবে।”
পুলিশ সদস্যদের ছুটির সীমাবদ্ধতা
পুলিশের সীমিত জনবল প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অনেক পুলিশ সদস্যও ঈদের ছুটিতে যাবেন। যারা ব্যারাকে থাকেন, তারাও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে চান। তবু আমরা চেষ্টা করব প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে। তবে নগরবাসীকেও নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে।”
তিনি ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “নিজেদের নিরাপত্তার ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করুন, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।”