সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন নারী পেলেন শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পুরস্কার। সেই সঙ্গে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে জাতীয় নারী ক্রিকেট দল (National Women’s Cricket Team) কে।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে (Osmani Memorial Auditorium) এক আনুষ্ঠানিক আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা (Chief Advisor)।
নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা (Chief Advisor) বলেন, সম্প্রতি নারীদের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনা নতুন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক। তিনি সতর্ক করে বলেন, নারী ও শিশুদের রক্ষায় আমাদের যুদ্ধক্ষেত্রের মতো সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, “সম্প্রতি নারীদের ওপর যে নৃশংস হামলার খবর আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এটি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী-পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
নারীদের সাহসিকতার প্রশংসা
বাংলাদেশি নারীদের সাহসিকতার প্রশংসা করে প্রধান উপদেষ্টা (Chief Advisor) বলেন, “আমাদের দেশের মেয়েরা অসাধারণ দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছে। তারা রাজনীতি, অর্থনীতি ও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, যা দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে সাহায্য করছে।”
নারীদের ক্ষমতায়নে সরকারি উদ্যোগ
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা নারীদের উন্নয়নে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছি, যার মধ্যে রয়েছে দুস্থ মায়েদের আর্থিক সহায়তা, নারীদের প্রশিক্ষণ কার্যক্রম, ক্ষুদ্রঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের হোস্টেল, ডে কেয়ার সেন্টার ইত্যাদি।”
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে একটি হটলাইন চালু করা হয়েছে, যেখানে নির্যাতিত নারীরা অভিযোগ জানাতে পারবেন। এছাড়া পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ (Domestic Violence Act 2010) হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০২৫ (Sexual Harassment Prevention and Protection Act 2025) প্রণয়নের কাজও চলছে। নারীদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নারীবিষয়ক সংস্কার কমিশন (Women’s Reform Commission) গঠন করা হয়েছে।
নারী অধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
নারী অধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা (Chief Advisor) বলেন, “নারীবিরোধী শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে, তাকে প্রতিহত করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এখনো অনেকেই নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের অবজ্ঞার চোখে দেখে। অথচ বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই নারীদের পাশে দাঁড়াতে হবে।”
বিশ্বব্যাপী নারী অধিকার নিয়ে কাজ করা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) বলেন, “আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তা না হলে জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারব না।”
নারী ও শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন
দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে প্রধান উপদেষ্টা (Chief Advisor) বলেন, “একটি অগণতান্ত্রিক সরকার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তাই নারী ও শিশুদের সুরক্ষায় আমাদের যুদ্ধক্ষেত্রের মতো সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে নারীদের পাশে দাঁড়ানো এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করা জরুরি।”