“কাপুরুষগুলো পুরুষ হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে”

মাগুরায় আট বছর বয়সী এক শিশুর ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শারমীন এস মুরশিদ (Sharmin S Murshed ), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।

শনিবার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital ) পরিদর্শনে যান এবং শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,

“যে মেয়েটি এখনো শিশু, যে এখনো নারী হয়ে ওঠেনি, তার গায়ে কীভাবে হাত তোলে কেউ? এই দেশ কি কাপুরুষদের দেশ হয়ে গেল? যারা আট বছরের শিশুর গায়ে হাত তুলল, তারা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে!”

সংকটাপন্ন অবস্থায় শিশুটি

নির্যাতনের শিকার শিশুটি হাসপাতালের পিআইসিইউতে (PICU) অচেতন অবস্থায় রয়েছে। টানা দুই দিন পার হলেও এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ (Sharmin S Murshed ) বলেন,

“এ ধরনের অপরাধীদের দমন করা আমাদের সকলের দায়িত্ব। সমাজ কি সুস্থ আছে বলে মনে হয়? আমি মাত্র ছয় মাস দায়িত্বে আছি, এই পচে যাওয়া সমাজ কি এত সহজে বদলে দেওয়া সম্ভব? শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। চিকিৎসকরা জানেন না, তাকে বাঁচানো যাবে কি না। তবে ডাক্তাররা নিরলসভাবে কাজ করছেন, তরুণ সমাজ প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন শিশুটি ন্যায়বিচার পায়।”

সাংবাদিকদের প্রতি আহ্বান

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,

“প্রথমত, সবাই শিশুটির সুস্থতার জন্য দোয়া করবেন। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু এসব ঘটনায় গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে। আপনারা যেন দোষীদের কোনোভাবে জাস্টিফাই না করেন। বারবার এ ধরনের ঘটনা ঘটছে, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এখানে স্পষ্ট প্রমাণ রয়েছে, অভিযুক্তরা চিহ্নিত—আমরা তাদের ছাড় দেব না। আমাদের অবশ্যই বিষয়টি নজরদারিতে রাখতে হবে।”

নারী ও শিশু সুরক্ষায় নতুন উদ্যোগ

নারী ও শিশুদের সুরক্ষায় সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন,

“আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আমাদের দেশে নারীদের জন্য এখনো বাস্তবিক কোনো পরিবর্তন আসেনি। শিশুদের জন্য আমরা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনটি মন্ত্রণালয় ও কমিউনিটির সমন্বয়ে ১৩০টি ক্যাম্প স্থাপন করা হবে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Home Ministry ), সমাজকল্যাণ মন্ত্রণালয়, অভিভাবক, শিক্ষক ও শিশুদের সংযুক্ত করে নজরদারির আওতায় আনা হবে। এসব ক্যাম্প ঢাকা থেকে শুরু করে সারা দেশে বিস্তৃত করা হবে। তখন আমাদের আপনাদেরও সহায়তা লাগবে। আমাদের সর্বশক্তি দিয়ে এই অসুস্থ সমাজকে সুস্থ করে তুলতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *