হাইকোর্ট (High Court) মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সমস্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কর্তৃপক্ষকে বলা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব (Farah Mahbub) এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী (Debashish Roy Chowdhury) সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদালতে প্রতিবেদন উপস্থাপন ও মামলার অগ্রগতি
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। শুনানির সময় তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। আদালত জানান, এ বিষয়ে আজই আদেশ দেওয়া হবে।
এদিকে, শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার মেয়ের স্বামীর সহায়তায় তার শ্বশুর শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনা জানতেন শিশুটির শাশুড়ি ও ভাসুর। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা করা হয়।
আসামিদের গ্রেপ্তার ও মামলার ধারা
৮ মার্চ সকালে শিশুটির বড় বোন ও বাবার মাধ্যমে মাগুরা সদর থানায় এজাহার পাঠানো হয়। দুপুর ৩টার দিকে মামলা রেকর্ড করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন, পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
শিশুটির চিকিৎসা পরিস্থিতি
ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিএমএইচ (CMH) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।