কুমিল্লার নাঙ্গলকোট (Nangalkot) উপজেলার দোলখাঁড় ইউনিয়ন (Dolkharchar Union) এর আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার চার ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার সহকারী অধ্যাপক এবিএম নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। অভিযুক্ত নজরুল ইসলাম পেরিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি এবং নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের রোকন ছিলেন।
সংবাদ প্রকাশের পর বহিষ্কার
শনিবার একটি জাতীয় দৈনিকে ‘নাঙ্গলকোটে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ প্রকাশের পরপরই দলীয়ভাবে নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়।
জামায়াতের আনুষ্ঠানিক বক্তব্য
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) নাঙ্গলকোট পৌর আমির হারুনুর রশিদ জানান, নজরুল ইসলাম জামায়াতের সাবেক দায়িত্বশীল ছিলেন এবং বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। যখন তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আসে, তখন সংগঠনের পক্ষ থেকে তার রোকন পদ বাতিল করা হয়।
প্রশাসনিক ব্যবস্থা ও তদন্ত
আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহজাহান জানান, অভিযুক্ত শিক্ষককে নির্বাহী অফিসারের নির্দেশে নোটিশ পাঠানো হয়েছে এবং সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ইতোমধ্যে রোববার নজরুল ইসলাম তার জবাব জমা দিয়েছেন। প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।