স্বামীর ফোন রিসিভ করাই কাল হলো স্ত্রীর জন্য

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও (Thakurgaon) সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে ভূট্টা ক্ষেত থেকে রুমা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর পরিবারের দাবি, স্বামীর মোবাইল ফোন রিসিভ করার কারণেই তাকে হত্যা করা হয়েছে।

স্বামী পলাতক, পরিবারের অভিযোগ

নিহতের স্বামী দেলোয়ার হোসেন (Delwar Hossain) বর্তমানে পলাতক রয়েছেন। স্থানীয়রা ভূট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে মরদেহ উদ্ধার করে। নিহত রুমা আক্তার দুই সন্তানের মা ছিলেন।

দীর্ঘদিনের নির্যাতন এবং হত্যার কারণ

নিহতের মা রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, বিয়ের প্রায় ১৪ বছর ধরে রুমা স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। প্রায়ই তাকে মারধর করা হতো। ঘটনার রাতে স্বামীর ফোনে একটি কল এলে রুমা সেটি রিসিভ করেন, যা নিয়ে শুরু হয় ঝগড়া। এরপর রুমাকে মারধর ও নির্যাতন করে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *