জাতীয় ঐকমত্য কমিশনের ৩২টি প্রস্তাবে আমার বাংলাদেশ পার্টির দ্বিমত

জাতীয় ঐকমত্য কমিশনে এবি পার্টির লিখিত মতামত

আমার বাংলাদেশ পার্টি (Amar Bangladesh Party) জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০৮টিতে একমত, ৩২টিতে দ্বিমত এবং ২৬টিতে আংশিক একমত প্রকাশ করেছে। সোমবার (১৭ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনে লিখিতভাবে এ মতামত জমা দেয় দলটি।

নেতৃত্বের উপস্থিতিতে মতামত প্রদান

লিখিত মতামত জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (Mojibur Rahman Monju), ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম (Didarul Alam), যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক (Sani Abdul Haque) এবং ব্যারিস্টার নাসরিন সুলতানা মিমি (Nasrin Sultana Mimi)।

প্রস্তাব গ্রহণ করেন কমিশনের শীর্ষ নেতারা

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে লিখিত মতামত গ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশন (Constitution Reform Commission) চেয়ারম্যান ড. আলী রিয়াজ (Ali Riaz), নির্বাচন কমিশন সংস্কার কমিশন (Election Commission Reform Commission) চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার (Badiul Alam Majumdar) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার (Monir Haider)।

পূর্ববর্তী প্রক্রিয়া ও এবি পার্টির অতিরিক্ত প্রস্তাব

উল্লেখ্য, গত ৬ মার্চ জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission) থেকে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ স্প্রেডশিট আকারে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ সেই পূরণকৃত স্প্রেডশিট জমা দিয়েছে এবি পার্টি।

এছাড়াও, সংস্কারের সময়কাল ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে দলটি ৬টি প্রস্তাবনা উত্থাপন করেছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *