জাতির কাছে ক্ষমা চেয়ে মতলব দক্ষিণে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

মতলব দক্ষিণে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর গণপদত্যাগ

চাঁদপুরের মতলব দক্ষিণ (Matlab-Dakshin) উপজেলায় জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়।

পদত্যাগের প্রক্রিয়া ও নেতৃত্ব

প্রথমে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন জাতীয় পার্টি (Jatiya Party)’র মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন (DM Alauddin)। পরে একে একে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন পৌর শাখার সভাপতি মহসিন সরকার (Mohsin Sorkar), উপজেলা যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি (Babul Faraji), নায়েরগাঁও ইউনিয়ন (Nayergaon Union) জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের (Abdul Kader) সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার শতাধিক নেতাকর্মী।

পদত্যাগের কারণ ব্যাখ্যা

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে ডি এম আলাউদ্দিন বলেন, “জাতীয় পার্টি থেকে পদত্যাগের একমাত্র কারণ হলো, এই ফ্যাসিস্ট সরকারের আমলে জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। এতে আমরা নিজেদেরও অপরাধী মনে করি। তাই আজ জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছি।”

তিনি আরও জানান, উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে প্রায় ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন। নতুন রাজনৈতিক দলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি নতুন দলে যাই, তাহলে সবাই একযোগে দেশের স্বার্থে ও দেশের উন্নয়নে যোগ দেবো।”


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *