প্রবাসীদের ভোটের জন্য অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং পদ্ধতিকে বিবেচনা করা হচ্ছে

‘প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটিং পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ (Abul Fazal Md. Sanaullah)। তিনি জানান, নির্বাচন কমিশন (ইসি) বর্তমানে অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং পদ্ধতি নিয়ে ভাবছে, তবে প্রক্সি ভোটিংকে অধিকতর কার্যকর মনে করছে।

সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ওআইসিভুক্ত ১০ দেশের ১২ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

প্রবাসীদের ভোটের পদ্ধতি নিয়ে ভাবনা

ইসি সানাউল্লাহ বলেন, ‘‘বড় পরিসরে প্রবাসীদের ভোট দিতে চাইলে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই। পোস্টাল ব্যালট কার্যকর নয়, আর অনলাইন পদ্ধতিতেও নানা চ্যালেঞ্জ রয়েছে।’’ তিনি আরও জানান, এপ্রিলে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মিশরের রাষ্ট্রদূতের অভিজ্ঞতা অনুযায়ী, তারা অনলাইন ভোট চালু করেও বন্ধ করেছে। পাকিস্তানের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো হলেও পূর্ণাঙ্গভাবে অনলাইনে ভোট চালু করতে পারেননি। এসব অভিজ্ঞতা বিশ্লেষণ করে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান ইসি সানাউল্লাহ।

আন্তর্জাতিক সহযোগিতা আশা করছে ইসি

ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের ভোট সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন। এ সময় কয়েকজন রাষ্ট্রদূত পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ দেখিয়েছেন, যা ইসি স্বাগত জানিয়েছে।

মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান (Mohammad Suhada Othman) বলেন, তাদের দেশ বাংলাদেশের নির্বাচনী সংস্কার উদ্যোগকে সমর্থন করছে এবং প্রবাসী কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল আলজেরিয়া (Algeria), ব্রুনেই (Brunei), মিশর (Egypt), ইন্দোনেশিয়া (Indonesia), ইরান (Iran), কুয়েত (Kuwait), মালয়েশিয়া (Malaysia), মরক্কো (Morocco), পাকিস্তান (Pakistan) ও সংযুক্ত আরব আমিরাত ([United Arab Emirates](https://tazakhobor.com/tag/united-arab-emirates

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *