আগামীর নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (Jonayed Saki) বলেছেন, দেশের আগামী নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। তিনি বলেন, জনগণের সমর্থনে এই সংবিধান সংস্কার করলে সেটি কেউ পরিবর্তন করতে পারবে না।

সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের প্রস্তাব

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বরিশাল (Barishal) নগরীর সদর রোডের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি জানান, গণসংহতি আন্দোলন (Gonoshonghoti Andolon) থেকে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে, এই সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে সরকার গঠনের নির্বাচনও। নির্বাচনের পরপরই সরকার গঠন এবং সংবিধান সংস্কারের কাজ একযোগে শুরু হবে।

জাতীয় ঐক্যমত্যের ওপর গুরুত্ব

জোনায়েদ সাকি আরও বলেন, “আমরা ৫ আগস্টের পর থেকেই বলে আসছি ন্যূনতম জাতীয় ঐক্যমত্য গড়ে তুলুন। পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্য প্রয়োজন। মানুষের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত।”

আলোচনা সভায় উপস্থিত অন্যান্য নেতা

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা গণসংহতি আন্দোলন (Barishal District Gonoshonghoti Andolon) এর সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু (Dewan Abdur Rashid Nilu)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া (Bacchu Bhuiyan) এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন (Bangladesh Chhatra Federation) এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড (Moshiur Rahman Khan Richard)।

সভা পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ (Arifur Rahman Miraz) এবং সদস্য হাসিব আহমেদ (Hasib Ahmed)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *