সোস্যাল মিডিয়ায় শবনম ফারিয়াকে কটুক্তি করে, যেভাবে চাকুরী হারানোর পথে সেই যুবক

শবনম ফারিয়ার প্রতি আপত্তিকর মন্তব্য, সাজিদা ফাউন্ডেশনের কর্মীর বিরুদ্ধে তদন্ত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া (Shabnam Faria)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সাজিদা ফাউন্ডেশন (Sajida Foundation)-এর এক কর্মী। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন শবনম ফারিয়া। তার এই প্রতিবাদ নজর এড়ায়নি সাজিদা ফাউন্ডেশনের।

অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

বুধবার রাতে সাজিদা ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, অভিযুক্ত কর্মীর নাম রাকিবুল হাসান (Rakibul Hasan)। গত ১৮ মার্চ শবনম ফারিয়ার একটি ফেসবুক পোস্টে রাকিবুল হাসান আপত্তিকর মন্তব্য করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘‘আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের আচরণ (অফিস সময়ের ভেতরে বা বাইরে) সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’’

তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা

সাজিদা ফাউন্ডেশন আরও জানায়, এ বিষয়ে ইতোমধ্যেই তাদের সুরক্ষা কমিটির তদন্ত কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শবনম ফারিয়ার প্রশংসা ও সচেতনতা বার্তা

সাজিদা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়া নিজের ফেসবুক পেজে পাল্টা স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘‘অনলাইনে বা অফলাইনে, কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়। জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ।’’

তিনি আরও বলেন, ‘‘আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য। তাদের এই দ্রুত সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে, এমন আচরণের ফলাফল ভোগ করতে হয়, তা যেখানেই হোক না কেন। আসুন, আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ে তুলি।’’


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *