যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ
যুক্তরাষ্ট্র (United-States) পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস (Tammy-Bruce) এর প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৯ মার্চ, ব্রিফিং চলাকালে বাংলাদেশে ইসলামিক চরমপন্থা ও খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ ভিত্তিহীন ও ক্ষতিকারক বলে নিন্দা জানানো হয়েছে।
তুলসী গ্যাবার্ডের মন্তব্য ও বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া
ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড (Tulsi-Gabbard) বাংলাদেশে ইসলামি চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামি খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রতি দায় চাপাননি।
অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন মুহাম্মদ ইউনূস (Muhammad-Yunus), এসব উদ্বেগকে অস্বীকার করে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খিলাফতপন্থী সমাবেশ প্রসঙ্গ
ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka-University)-এ খিলাফতপন্থী একটি সমাবেশ নিয়েও প্রশ্ন ওঠে প্রেস ব্রিফিংয়ে। এই প্রেক্ষিতে ট্যামি ব্রুস বলেন, “আমরা কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনায় নিন্দা জানাই এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই।” তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও বিষয়টি পর্যবেক্ষণে রাখবে।
নয়াদিল্লিতে তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার
সোমবার, ১৭ মার্চ, নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড (NDTV-World)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও নির্যাতন চলছে, যা মার্কিন প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।
তিনি আরও জানান, ডোনাল্ড ট্রাম্প (Donald-Trump) নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রতিবাদ
সোমবার রাতেই তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকার জানায়, “তুলসী গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর ও বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য পরিচিত এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”
সরকার আরও জানায়, ইসলামপন্থি সন্ত্রাসীদের হুমকি ও তাদের খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য আন্তর্জাতিকভাবে প্রচলিত হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং শান্তিপূর্ণ।