দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অনিয়মিতভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। এটি বর্ষা পূর্ববর্তী সময়ের স্বাভাবিক আবহাওয়া বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দেশের সব বিভাগেই কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান (Hafizur Rahman) জানান, আগামী শুক্র থেকে রোববার পর্যন্ত দেশের সব বিভাগে ২৫ শতাংশ এলাকা জুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি ও ঝড় বিক্ষিপ্তভাবে ঘটবে এবং দীর্ঘস্থায়ী হবে না। তিনি আরও জানান, রোববারের পর ঝড়ের তীব্রতা কমবে এবং তাপমাত্রা বাড়বে, ফলে গরমের অনুভূতি বেড়ে যাবে।
গবেষকের বিশেষ পূর্বাভাস
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় (University of Saskatchewan) এর আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ (Mostofa Kamal Polash) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানান, ২২ ও ২৩ মার্চ দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কা প্রবল। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় তেঁতুলিয়া (Tetulia) হয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ (Teknaf) দিয়ে ত্যাগ করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, একই দিনে ঢাকা (Dhaka) শহরের ওপর দিয়েও শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করতে পারে।
কৃষকদের জন্য সতর্কবার্তা
মোস্তফা কামাল পলাশ কৃষকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা বর্তমানে হিমাগারে আলু সংরক্ষণে সমস্যায় রয়েছেন। তিনি জানান, বিভিন্ন কোল্ডস্টোরেজ (Cold Storage) এর সামনে অপেক্ষারত আলুভর্তি ট্রাকগুলো যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়, তবে সেগুলো পচে যেতে পারে। এতে করে কোল্ডস্টোরেজ মালিকরা এই আলু গ্রহণে অনিচ্ছুক হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।