সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলা
দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption-Commission) কর্তৃক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh-Hasina)’র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল (Saima-Wazed-Putul) এর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। একটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World-Health-Organization) নিয়োগের জন্য সিভিতে মিথ্যা তথ্য প্রদান এবং অপরটিতে সূচনা ফাউন্ডেশন (Suchona-Foundation) এ অবৈধভাবে ৩৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলা: ভুয়া তথ্য দিয়ে নিয়োগ লাভ
দুদক উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ (Dhaka-Integrated-District-Office-1) এ বুধবার দুটি মামলা দায়ের করেন। প্রথম মামলায় বলা হয়েছে, ২০২৩ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে পুতুল তার সিভিতে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) শিক্ষকতা, শিক্ষা ম্যানুয়েল তৈরি ও রিভিউ কার্যক্রমে অংশ নিয়েছেন।
দুদক জানায়, বিএসএমএমইউ উপাচার্যের কাছে পুতুলের সংশ্লিষ্টতার বিষয়ে চিঠি দেওয়া হলে উপাচার্য জানান, এ ধরনের কোনো তথ্য তাদের রেকর্ডে নেই। এর মাধ্যমে সিভিতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে নিয়োগ লাভের বিষয়টি স্পষ্ট হয়।
দ্বিতীয় মামলা: সূচনা ফাউন্ডেশনে অর্থ জালিয়াতি
দ্বিতীয় মামলায় পুতুল এবং এক্সিম ব্যাংক (EXIM-Bank) এর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার (Nazrul-Islam-Majumdar) এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (Bangladesh-Association-of-Banks) এর সদস্য ব্যাংকগুলোকে সিএসআর তহবিল থেকে বিধিবহির্ভূতভাবে ৩৩ কোটি ৫ লাখ টাকা পুতুলের সূচনা ফাউন্ডেশনে দিতে বাধ্য করেন।
এজাহারে বলা হয়, ২০১৭ সালের মে মাসে ১৭টি ব্যাংক সিএসআর খাত থেকে ২১ কোটি টাকা এবং পরবর্তীতে ২০টি ব্যাংক থেকে মোট ৩৩ কোটি ৫ লাখ টাকা দেওয়া হয়। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ওই অর্থ কীভাবে ব্যয় হয়েছে তা খুঁজতে সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালানো হয়, তবে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দুদক ধারণা করছে, অর্থ উত্তোলন করে ভুয়া রেকর্ডের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। তদন্তে এ বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হবে।