শূকর ছানাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার মধ্যে সংঘর্ষ

টাঙ্গাইলের ভূঞাপুরে শূকর ছানাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত দুই বিএনপি নেতা

টাঙ্গাইলের ভূঞাপুর (Bhuyapur) উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া এলাকায় শূকর ছানা বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বিএনপি (BNP) নেতা আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ মার্চ) রাতে। বিষয়টি নিশ্চিত করেছেন গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির (Safikul Islam Fakir)।


কীভাবে ঘটল সংঘর্ষ?

ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে যমুনা নদীর পাশে কুঠিবয়ড়া এলাকায় একটি গর্ভবতী শূকর দলছুট হয়ে আশ্রয় নেয় স্থানীয় বাসিন্দা আলমগীর মোল্লার বাড়িতে। সেখানে শূকরটি একাধিক বাচ্চা প্রসব করে। শূকরপালের দেখাশোনাকারী ব্যক্তি শূকরটির ছানাগুলোর সুরক্ষার কথা বলে বাড়ির সদস্যদের ছানাগুলোর সংস্পর্শে যেতে নিষেধ করেন এবং সপ্তাহখানেকের মধ্যে কাউকে কাছে যেতে না বলেন।

পরবর্তীতে ছানাগুলো স্বাভাবিক হলে আলমগীর মোল্লার ভাতিজা আশিক মোল্লা পার্শ্ববর্তী একটি হিন্দু পরিবারের কাছে শূকর ছানাগুলো বিক্রি করে দেন। খবর পেয়ে শূকরপালের দেখাশোনাকারী আলমগীর মোল্লার বাড়িতে এসে ছানাগুলো ফেরত চান। কিন্তু জানতে পারেন ছানাগুলো বিক্রি হয়ে গেছে। তখন তারা বিচার দাবি করে ফিরে যান।


সংঘর্ষে আহত দুই নেতা

এই ঘটনার প্রেক্ষিতে গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির ঘটনাস্থলে যান। সেখানে তার সঙ্গে আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে সফিকুল ইসলাম ফকির এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।


পুলিশের বক্তব্য

এ বিষয়ে ভূঞাপুর থানার (Bhuyapur Police Station) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম (AKM Rezaul Karim) জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *