রাজধানীতে ‘জনতার দল’-এর আত্মপ্রকাশ
সাবেক সেনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতা, সাবেক আমলা এবং এনজিও কর্মীদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জনতার দল (Jonotar Dol)। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (Krishibid Institute)-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দলটির মূল স্লোগান—‘ইনসাফ জিন্দাবাদ’।
জনতার দলের উদ্দেশ্য ও নীতিমালা
অনুষ্ঠানে দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল (Shamim Kamal) বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, বাংলাদেশি জাতীয়তাবাদ (Bangladeshi Nationalism) ধারণ করে মধ্যমপন্থি নীতিতে পরিচালিত হবে এই দল। দুর্নীতিবাজ বা অসৎ ব্যক্তিদের দলে কোনো স্থান নেই বলেও উল্লেখ করেন তিনি। দলীয় নীতিমালা অনুযায়ী, কেউ দলীয় কার্যক্রমের বাইরে অনৈতিক কাজে জড়ালে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
নির্বাচন ও দলীয় পরিকল্পনা
গত ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে শামীম কামাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চান তারা। আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ, যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, ফিলিস্তিন (Palestine)-এর রাজনৈতিক দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে তাদের নেতা তৈরির প্রক্রিয়াও দ্রুততর করা হবে।
ঐক্য, অর্থায়ন এবং সদস্য নীতিমালা
শামীম কামাল আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের অভাব রয়েছে। জনগণের নেতৃত্ব ও অনৈতিক শিক্ষার কারণে জাতি পিছিয়ে পড়ছে। তিনি জানান, অবসরপ্রাপ্ত সৈনিক, জেসিও, ছাত্রসহ প্রায় ৭৪টি এনজিও ইতোমধ্যে জনতার দলের (Jonotar Dol) সঙ্গে যুক্ত হয়েছে। দলীয় অর্থায়নের ক্ষেত্রে সদস্যদের চাঁদা নির্ধারিত থাকবে এবং কোনো অবৈধ উৎস থেকে অর্থ গ্রহণ করা হবে না। দলের একাউন্ট পাবলিক করে দেওয়া হবে বলে জানান তিনি।
মতবিনিময় এবং দলীয় ঐক্য
অনুষ্ঠানে এবি পার্টি (AB Party)-র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (Barrister Asaduzzaman Fuad) বলেন, রাজনীতিতে সহনশীল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কাজ করবে জনতার দল। ব্যক্তিগত মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে জানান তিনি।
মুখপাত্রের পরিচিতি
দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন জাতিসংঘে কাজ করা সাবেক সেনা কর্মকর্তা এবং ভূরাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক লেখক, জনপ্রিয় ইউটিউবার ডেল এইচ খান (Del H Khan)।