আওয়ামী লীগকে ফিরে আসতে যে শর্ত দিলেন সাবেক শিবির নেতা

জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (Bangladesh Islami Chhatra Shibir)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) শাখার সাবেক সভাপতি রাফে সালমান রিফাত (Rafe Salman Rifat) বলেছেন, আওয়ামী লীগ (Awami League) বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। চাইতেই পারে। তবে তার আগে বাংলাদেশকে কিছু জিনিস ফেরত দিতে হবে।

ফিরে আসার শর্তাবলী

রাফে সালমান রিফাত বলেন, আওয়ামী লীগকে ফিরে আসতে হলে আগে তাকে ৩০ হাজার আহতের হাত, পা ও চোখ ফেরত দিতে হবে। জুলাই মাসে নিহত ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে। এছাড়া শাপলা চত্বরে নিহত অসংখ্য আলেমের জীবনও ফিরিয়ে দিতে হবে।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন তিনি।

আরও দাবির কথা জানালেন তিনি

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফিরে আসতে হলে আগে তাকে ৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জীবন ও নেতৃত্ব ফেরত দিতে হবে।

এছাড়া দলটিকে ২৩৪ বিলিয়ন টাকা পাচারের প্রতিটি পয়সা ফেরত আনতে হবে এবং গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।

‘আগে ফিরিয়ে দিক, তারপর ফিরে আসুক’

তিনি বলেন, “আওয়ামী লীগ আগে এসব ফিরিয়ে দিক, তারপর ফিরে আসুক।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *