আওয়ামী লীগ (Awami League)–এর রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান, বিশেষত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ (Awami League) আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়।”
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–র কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দল হিসেবে আওয়ামী লীগের (Awami League) বিচার আগে নিশ্চিত করতে হবে। তাদের দোষ স্বীকারের পরই কেবল আলোচনার ভিত্তি তৈরি হতে পারে।”
তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন।”
লিখিত বক্তব্য পাঠ করেন নাহিদ ইসলাম
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার ব্যতিরেকে তাদের পুনর্বাসনের প্রচেষ্টা জনগণ মেনে নেবে না।”
ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব
এর আগে, জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–র যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির (Zainal Abedin Shishir) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ সম্মেলনের তথ্য জানান। পরে তিনি ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ১১ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে ক্যান্টনমেন্ট এলাকা থেকে তার এবং আরও দুইজন নেতার কাছে একটি রাজনৈতিক সমঝোতার প্রস্তাব আসে।
পোস্ট অনুযায়ী, প্রস্তাবে বলা হয়, “সমঝোতার মাধ্যমে একটি দুর্বল আওয়ামী লীগ (Awami League)–সহ একাধিক বিরোধী দল রাখাই ভালো হবে।”
“রিফাইন্ড আওয়ামী লীগ” গঠনের পরিকল্পনা
হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) আরও বলেন, “এই প্রস্তাবনায় বলা হয়— নতুন নেতৃত্ব এপ্রিল-মে মাসের মধ্যে শেখ হাসিনা (Sheikh Hasina)কে অস্বীকার করে বঙ্গবন্ধুর আদর্শে একটি ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠন করা হবে।” তবে তিনি স্পষ্টভাবে জানান, “আমরা এই পরিকল্পনার বিরোধিতা করি এবং মনে করি, পুনর্বাসনের পরিবর্তে আওয়ামী লীগের বিচার হওয়াই উচিত।”