আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট দিতেই হবে বর্তমান সরকারকে

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আওয়ামী লীগ (Awami League)–এর বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। এবার সেই কাতারে যুক্ত হলেন বিএনপি (BNP)’র তরুণ নেতা ইশরাক হোসেন (Ishraq Hossain)।

ইশরাক হোসেনের মন্তব্য

শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন (Ishraq Hossain) বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগ (Awami League)–এর কবর রচনা করেছে। এদের বিচারকার্য সম্পন্ন করে, নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে বর্তমান সরকারকে। শহীদদের রক্তের সাথে বেঈমানি দেশের জনগণ বরদাস্ত করবে না। তাই অবিলম্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রক্রিয়া শুরু করতে হবে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ (Awami League)–এর বিচারের মাধ্যমে ইতিহাসের দায় পূরণ করতে হবে।

নাহিদ ইসলামের প্রতিক্রিয়া

অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–র আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ (Awami League)–কে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, রাজনৈতিক আন্দোলনে প্রাণহানি এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংসে আওয়ামী লীগ (Awami League) প্রত্যক্ষভাবে জড়িত। এ ধরনের অপরাধের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত এই দলকে রাজনৈতিক প্রক্রিয়ায় রাখা অনাকাঙ্ক্ষিত।”

তিনি আরও দাবি করেন, “সুষ্ঠু বিচার এবং রাজনৈতিক শুদ্ধতার জন্য এ ধরনের একটি দলকে নিষিদ্ধ করাই যৌক্তিক।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *