ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করায় সেনাপ্রধানের ‘ভেটো’ ছিল

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan) জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) এর নিয়োগের বিষয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waqar-Uz-Zaman) আপত্তি জানিয়েছিলেন।

সেনাপ্রধানের আপত্তি

একটি ভিডিও বার্তায় আসিফ মাহমুদ জানান, সেনাপ্রধানের প্রধান আপত্তি ছিল— কেন ড. ইউনূস? কেন অন্য কেউ নয়? ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “ড. ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন দণ্ডিত ব্যক্তি। কনভিক্টেড পারসন কীভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন?”

এছাড়া, সেনাপ্রধান আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ (Awami League) বাংলাদেশের ৩০-৪০% মানুষের সমর্থন পায়। এই জনগোষ্ঠীর মতামতের বিরুদ্ধে গিয়ে কীভাবে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা যায়? 

সেনাপ্রধানের শেষ মন্তব্য

ভিডিওতে আরও বলা হয়, সেনাপ্রধান শেষ পর্যন্ত “বুকে পাথর চাপা দিয়ে” এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) (NCP) সংগঠক হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে দাবি করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে এবং দলটি নিষিদ্ধ করা উচিত।

তিনি বলেন, “আমাদেরকে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক’। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে সামনে রেখে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠন করার পরিকল্পনা চলছে।”

হাসনাত আরও দাবি করেন, ১১ মার্চ দুপুরে ক্যান্টনমেন্টে এই পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করা হয় এবং একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আওয়ামী লীগের বিচার চেয়ে অনড় অবস্থান নেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা জনগণের উপর আস্থা রেখেছি এবং হাসিনার পতন ঘটিয়েছি। তবে এখনো নির্দিষ্ট মহল আমাদের ওপর চাপ সৃষ্টি করছে।”

ফেসবুক পোস্টে তিনি বলেন, “আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও প্রতিহত করতে পারব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *