তারেক রহমানের জন্য বারিধারায় প্রস্তুত হচ্ছে বাড়ি, দেশে ফিরছেন শিগগিরই!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি (BNP)) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সম্ভাব্য নির্বাচনি তফসিল ঘোষণার পরই তিনি দেশে ফিরতে পারেন। এ উপলক্ষে ঢাকার বারিধারা ডিওএইচএস (Baridhara DOHS) এলাকার একটি বাড়ি তার জন্য প্রস্তুত করা হচ্ছে।

বারিধারার বাড়িতে সংস্কার কাজ চলছে

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান (Dr. Zubaida Rahman) এবং তার বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিওএইচএস এলাকায় একটি বাড়ি রয়েছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর, সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান (Mahbub Ali Khan) এর সূত্রে পাওয়া। ১৯৮৪ সালে মাত্র ৪৯ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন মাহবুব আলী খান।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা এই বাড়িতে বর্তমানে বড় ধরনের সংস্কার কাজ চলছে। আধুনিক ডিজাইনে কিচেন ও বাথরুমসহ বাড়ির বিভিন্ন অংশ নতুন করে নির্মাণ করা হচ্ছে। লন্ডন থেকে ফিরে তারেক রহমান এই বাড়িতেই উঠতে চান বলে জানা গেছে।

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যুক্তরাজ্য বিএনপি (UK BNP) সভাপতি এম এ মালেক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia) ঈদের পরই দেশে ফিরে আসতে চান। তিনি আরও বলেন, “নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় বাসাসহ সব প্রস্তুতি চলছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন (Dr. AZM Zahid Hossain) মন্তব্য করেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটি এখন সময়ের ব্যাপার মাত্র।”

আইনগত বাধা কাটিয়ে সরাসরি রাজনীতিতে আসার সম্ভাবনা

বৃহস্পতিবার (২০ মার্চ) সব মামলায় খালাস পাওয়ার পর তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে। বিএনপির আইনজীবীদের মতে, এখন তারেক রহমান দেশে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *