পিরোজপুরের নির্মাণাধীন মডেল মসজিদ (Under-Construction Model Mosque) সংলগ্ন ঠিকাদারের অফিস ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি (Musabbir Mahmud Sani)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিস্তারিত তথ্য
শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে পিরোজপুর (Pirojpur) শহর থেকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা (Pirojpur Sadar Police Station) পুলিশ।
মামলার পটভূমি
মামলার তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ মার্চ) দুপুরে পিরোজপুর পৌরসভা (Pirojpur Municipality) এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ঠিকাদারের অফিস ভাঙচুর, মারধর এবং ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার আসামির তালিকা
এই মামলার বাদী নির্মাণাধীন মসজিদের সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম। মামলায় এজহারভুক্ত তিনজনের নামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের বক্তব্য
পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান (Md. Mukit Hasan Khan) জানান, “গ্রেপ্তারকৃত মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”