সেনাবাহিনী নিয়ে হাসনাতের পোস্ট শিষ্টাচার বহির্ভূত: নাসীর উদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী বলেছেন, হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন—তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অনুচিত হয়েছে। তিনি বলেন, “আমরা মনে করি, এটা শিষ্টাচারবহির্ভূত কাজ হয়েছে। পাশাপাশি, সেনাবাহিনীসহ যারা রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন, তারা যেন এটা না করেন। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবেন।”

ইফতার মাহফিলে বক্তব্য

সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসীর উদ্দীন পাটওয়ারী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের উত্তরে নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা যে দাবিটি তুলেছি, তা হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা উচিত।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে সারা বিশ্বে এটা প্রমাণিত যে, আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের রাজপথ এখনো রক্তাক্ত। বিভিন্ন স্থানে আহতরা এখনো কাতরাচ্ছে। গত ৬ মাস ধরে আমাদের আন্দোলন চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের আগে আমরা ঘরে ফিরব না।”

প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া

আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে আন্তর্জাতিক চাপ রয়েছে। তবুও প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছে এনসিপি। সেই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও দলটির নিবন্ধন বাতিল ইস্যুতে যারা বাধা তৈরি করছে, তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে। আমরা এই লড়াই থেকে একটুও পিছপা হব না।”

অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা

ইফতার ও দোয়া মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতা, জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *