অভিনেত্রী শবনম ফারিয়া (Shabnam Faria)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি হারিয়েছেন সাজিদা ফাউন্ডেশন (Sajida Foundation)-এর এক কর্মী। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান শবনম ফারিয়া নিজেই।
আপত্তিকর মন্তব্য ও প্রতিক্রিয়া
গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান একটি আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী। পোস্টে তিনি ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানান।
পরদিন সাজিদা ফাউন্ডেশন জানায়, তারা ঘটনাটি তদন্ত করছে।
চাকরিচ্যুতির ঘোষণা
আজ (২৩ মার্চ) সন্ধ্যায় ফেসবুক পোস্টে শবনম ফারিয়া জানান, সাজিদা ফাউন্ডেশন থেকে তাকে জানানো হয়েছে যে রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইমেইলের মাধ্যমে ফারিয়াকে এই সিদ্ধান্তের কথা জানায়।
ইমেইলটি শেয়ার করে ফারিয়া লিখেছেন, “আমি খুবই কৃতজ্ঞ যে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।”
অনলাইন সহিংসতা প্রতিরোধের আহ্বান
শবনম ফারিয়া আরও উল্লেখ করেন, সহিংসতা কেবল শারীরিক নয়, এটি হতে পারে অনলাইনে হয়রানি, রাস্তায় ভীতি প্রদর্শন বা অন্য যেকোনো মাধ্যমে। এসবের কোনো কিছুই গ্রহণযোগ্য নয় বলে তিনি তার পোস্টে জানান।