জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম (Sarjees Alam) বলেছেন, ‘কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না।’
শোডাউন ও পথসভা
আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ডপার্টিসহ গাড়িবহর নিয়ে পঞ্চগড় (Panchagarh) যান সারজিস আলম। কমিটির পদ পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি।
দেবীগঞ্জ (Debiganj) উপজেলা সদরের বিজয় চত্বরে পথসভায় সারজিস আলম বলেন, ‘আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন। আর ভোটের পরে যেকোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না।’
জনপ্রতিনিধিদের সতর্কবার্তা
সারজিস আলম বলেন, ‘যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবেন, তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না। পাঁচ বছরে যদি কোনো নেতার কাছে এক দিন কিছু নেন, তাহলে পরবর্তী পাঁচ বছর আপনার রক্ত চুষে খাবেন। কোনো মেম্বার-চেয়ারম্যান, এমপি-মন্ত্রীকে সুযোগ দেওয়া যাবে না।’
জনগণের প্রতি আহ্বান
সারজিস আলম বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।’
আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘হামার সংগঠন থাকি তোমহার বাড়ি যামো, পন্থা লাপা, ভর্তা দিয়া খামো আর দেশটাক উন্নয়ন করির জন্য গল্প করিমো।’
অংশগ্রহণকারীদের উপস্থিতি
সারজিস আলমের শোডাউনে জাতীয় নাগরিক পার্টি (Jatiyo Nagorik Party) পঞ্চগড় জেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে তিনি যাত্রা পথে সাকোয়া (Sakoa), বোদা (Boda), তেঁতুলিয়া (Tetulia) ও পঞ্চগড় বিভিন্ন স্থানে পথসভা করেন। আজ নিজ উপজেলা আটোয়ারী (Atwari) তে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।