সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান (Tarique Rahman)। তিনি বলেছেন, ‘কয়েক দিন আগেও আমরা দেখেছি, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে।’

বিএনপির ইফতার মাহফিলে তারেক রহমানের বক্তব্য

আজ সোমবার রাজধানীর লেডিস ক্লাবে (Ladies Club) আয়োজিত বিএনপির মিডিয়া সেলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তারেক রহমান। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘নতুন করে যে ষড়যন্ত্র হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের কাছে আমাদের আহ্বান থাকবে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের পাশে থাকতে আমাদের সহায়তা করুন। আমরা দেখেছি, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

গণতন্ত্র ও সার্বভৌমত্বের লড়াই

তারেক রহমান আরও বলেন, ‘১৯৭১ (1971) সালে সার্বভৌমত্বের লড়াইয়ে এবং বিগত ১৬-১৭ বছরের গণতান্ত্রিক উত্তরণের লড়াইয়ে যাঁরা গুম-খুনের শিকার হয়েছেন, তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়, তা নিয়ে আমাদের কাজ করতে হবে।’ তিনি সাংবাদিকদের সব বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সূক্ষ্মভাবে বিষয়গুলো বিশ্লেষণ করার আহ্বান জানান।

সাংবাদিকদের পাশে থাকার আহ্বান

বিএনপি (BNP)-র সংস্কার প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সে সময়ে যেভাবে সাংবাদিকেরা আমাদের পাশে ছিলেন এবং গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আগামী দিনেও আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।’

মির্জা ফখরুলের মন্তব্য

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) বলেন, ‘আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’

বিএনপির বিরুদ্ধে এখনো নানা অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) অতীতেও আমাদের জন্য কাজ করেছেন। আগামী দিনেও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সত্য তথ্য তুলে ধরবেন।’

অন্যান্য বক্তাদের বক্তব্য

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annie)-এর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন (Moudud Alamgir Hossain)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *