হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব : তাজউদ্দিনকন্যা

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ (Tajuddin Ahmad) এর মেয়ে শারমিন আহমদ সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, একাত্তরের ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman) নেতাকর্মীদের বিপদে ফেলে চলে গিয়েছিলেন, ঠিক যেমন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা (Sheikh Hasina) দেশত্যাগ করেন।

শেখ মুজিব কোনো নির্দেশনা দেননি

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে শারমিন আহমদ বলেন, ২৫ মার্চ রাতে গ্রেপ্তার হওয়ার আগে শেখ মুজিব তাজউদ্দিন আহমদকে কোনো নির্দেশনা দিয়ে যাননি। তিনি আরও বলেন, “সেই রাতে হাসিনার মতোই নেতাকর্মীদের ফেলে রেখে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে পালিয়ে গেলেন শেখ মুজিব।”

‘নাকে তেল দিয়ে ঘুমাও’

শেখ মুজিব তাজউদ্দিন আহমদকে শুধু বলেছিলেন, “নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি।” শারমিন আহমদের মতে, এখনো সেই হরতালের পোস্টার খুঁজলে পাওয়া যাবে। অথচ তখন তারা জানতেন, বড় ধরনের ক্র্যাকডাউন আসছে।

তিনি বলেন, শেখ মুজিবও তা জানতেন, কিন্তু তারপরও তিনি কোনো নির্দেশনা দেননি। এমনকি তিনি একবারও বলেননি, “তোমরা সরকার গঠন করো।” স্বাধীনতার ঘোষণাটুকুও দেননি।

‘যুদ্ধের মুহূর্তে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দেন না’

শারমিন আহমদ বলেন, তার বাবা শেখ মুজিবের সঙ্গে তর্ক করেছিলেন। বলেছিলেন, “মুজিব ভাই, পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি যে, যুদ্ধের মুহূর্তে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দেন। আপনি কোনো নির্দেশনাও দিয়ে যাচ্ছেন না।”

কিন্তু শেখ মুজিব তখন শুধু বলেছিলেন, “তোমরা যা করার করো।”

নেতৃত্বের চেইন অব কমান্ডের অনিশ্চয়তা

শারমিন আহমদ জানান, তার বাবা শেখ মুজিবকে প্রশ্ন করেছিলেন, “কোনো বৈঠকে কি বলে গেছেন, আপনার পরে নেতৃত্বের চেইন অব কমান্ড কী হবে?” কিন্তু শেখ মুজিব তার কোনো জবাব দেননি। এর ফলে বিশাল বিভ্রান্তি সৃষ্টি হয়।

তিনি বলেন, ওই রাতে তার বাবা অস্থির হয়ে পায়চারি করছিলেন, তখন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম (Amirul Islam) এসে জানান, “তাজউদ্দিন ভাই, আমি মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম, কিন্তু তিনি আসবেন না। উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।”

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে

শারমিন আহমদ দাবি করেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস দীর্ঘদিন চাপা দিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, “অনেক সত্য বেরিয়ে আসার ভয়েই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। তাই তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা বাদ দিয়ে শুধু ৭ মার্চ, ২৬ মার্চের কথাই বলে, তারপর লাফিয়ে চলে যায় ১৯৭২-এ। এটা ভয়াবহ।”

জাতীয় চার নেতার পরিবারের সঙ্গে শেখ পরিবারের বিরোধ

২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর জাতীয় চার নেতার পরিবারের সঙ্গে শেখ পরিবারের বিরোধ প্রকাশ্যে আসে। সোহেল তাজ (Sohail Taj), তাজউদ্দিন আহমদের ছেলে, একাধিকবার দাবি করেছেন যে, জাতীয় চার নেতার পরিবারকে শেখ হাসিনা নিজের স্বার্থে ব্যবহার করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *