বাংলাদেশ পুলিশের ৪৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার এবং ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত দুটি পৃথক বদলির প্রজ্ঞাপন জারি করেছে।
বদলির প্রজ্ঞাপনে স্বাক্ষর
মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান (Md. Mahbubur Rahman) বদলির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
কোন কর্মকর্তাদের বদলি করা হয়েছে?
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,
– ১২ এপিবিএন (12 APBN)-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমান (Md. Anisur Rahman)-কে ঢাকা মহানগর পুলিশ (DMP)-এ দায়িত্ব দেওয়া হয়েছে।
– হাইওয়ে পুলিশ (Highway Police)-এর অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিন (Mocha. Farida Yasmin)-কে ডিএমপিতে বদলি করা হয়েছে।
– এপিবিএন (APBN) সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর (Mohammad Hasan Bari Noor)-কে চট্টগ্রাম আরআরএফ (Chattogram RRF)-এর কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।
এছাড়া, খো. ফরিদুল ইসলাম (Kho. Faridul Islam)-কে ডিএমপি (DMP) থেকে র্যাব (RAB)-এ বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এর আগেও বড় ধরনের বদলি
এর আগে, বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত ডিআইজি ও ৩১ জন পুলিশ সুপারসহ মোট ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছিল।