চব্বিশের গণঅভ্যুত্থানে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে: নাহিদ ইসলাম

চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)।

বুধবার (২৬ মার্চ) সাভার (Savar)-এর জাতীয় স্মৃতিসৌধে (National Memorial) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তবে সেটা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।”

তিনি আরও বলেন, “সংবিধান আঁকড়ে ধরে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তেই দেশকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কোনো সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতিহত করবে।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই, সামনে যেন আর রক্ত দিতে না হয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে হবে। ১৯৭১ এবং ২০২৪ আলাদা কিছু নয়। একাত্তরে যে স্বপ্ন দেখেছিলাম, চব্বিশে তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পরবিরোধী করছে, তাদের উদ্দেশ্য অসৎ।”

এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এনসিপি নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *